সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নেতাজী জয়ন্তী পালন
সেখ সামসুদ্দিন, ২৩ জানুয়ারিঃ সমগ্র দেশের সাথে মেমারিতেও উদযাপিত হয় নেতাজী জয়ন্তী। এবছর সরস্বতী পুজো ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী একই দিনে হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে নেতাজী জয়ন্তী পালন। মেমারি পৌরসভার উদ্যোগে পৌরসভায় ও নতুন বাসস্ট্যান্ডের সামনে নেতাজী মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন চেয়ারম্যান স্বপন বিষয়ী। মেমারি বামুনপাড়া মোড়ে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা শিক্ষক পাটোয়ারী মান্ডি এবং নেতাজীর ছবিতে মাল্যদান করেন পাটোয়ারী মান্ডি ও বিশিষ্ট ব্যবসায়ী সেখ সেলিম। উপস্থিত ছিলেন মেমারি ১ শিক্ষক সমিতির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কৌশিক মল্লিক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও এলাকার বিদ্যালয়, কলেজ সহ সর্বত্র নেতাজী জয়ন্তী।










