খায়রুল আনাম, বীরভূম : আমাদের সমাজে এখনও পর্যন্ত প্রান্তসীমার সকল শ্রেণির মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি। আবার এমন অনেক মানুষ রয়েছেন, যাদের কাছে চিকিৎসা পরিষেবা বিলাসিতার পর্যায়ে থেকে গিয়েছে। সমাজের এমন সব প্রান্তিক শ্রেণির মানুষের কাছে সামান্যতম হলেও চিকিৎসা পরিষেবার সাথে যারা যুক্ত তারা ত্রাতার ভূমিকায় রয়েছেন। যারা ‘হাতুড়ে’ ডাক্তার হিসেবে পরিচিত হলেও, তাদের অবদানকে যে অস্বীকার করা যায় না, সেই কথাই উঠে এলো রবিবার ২৩ ফেব্রুয়ারী বোলপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বীরভূম জেলা হেলথ অ্যায়ারনেস অ্যাসেসিয়েশনের সম্মেলনে। এদিন মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার সুকান্ত হাজরা ও অন্যান্যরা। গ্রামীণ মানুষের কথা জনসমক্ষে তুলে আনার স্বীকৃতি স্বরূপ এদিন বোলপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বীরভূমের কথা পত্রিকার সম্পাদক খায়রুল আনামকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন উপস্থিত সকলেই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় যারা নিয়োজিত, তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার কথা বলেন।