সমাজিক সমস্যা সচেতনতায় পুতুল নাচ ও নৃত্যনাট্য

সেখ সামসুদ্দিন, ১৯ সেপ্টেম্বরঃ আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান সর্বশিক্ষা অভিযান ও বর্ধমান ওয়েভ সংস্থার যৌথ উদ্যোগে পুতুল নাচ ও নৃত্যনাট্যের মাধ্যমে সামাজিক সমস্যাগুলি আর তার সমাধান প্রদর্শন করে দেখায়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌভিক বিশ্বাস জানান, পূর্ব বর্ধমানের জেলাশাসকের উদ্যোগে এই প্রদর্শনী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অজস্র ছাত্রছাত্রীদের সচেতন করে চলেছে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৮ বছরের নিচে মেয়েরা আর ২১ বছরের নিচে ছেলেরা বিয়ে করলে আইনলঙ্ঘন হয়, তার সাথে পরিবার আর সমাজে অনর্থক চাপ তৈরি হয়।
সৌভিকবাবু আরও জানান, স্কুল ছুটের সমস্যা, শিশুশ্রম, বাল্যবিবাহ, অপরিণত বয়সে গর্ভধারণ, গুরুজন তথা শিক্ষকদের সতর্কবাণীকে অগ্রাহ্য করা ইত্যাদি বিষাক্ত লতার মতো জড়িয়ে ধরছে সমাজকে। ফলে অপরাধ বাড়ছে নানা দিক থেকে।পুতুল নাচের মাধ্যমে দেখানো হয় যে, দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের একটি কল্পিত ছাত্রী পালিয়ে বিয়ে করে স্বাভাবিকভাবেই জটিলতার সম্মুখীন হয়। সে আর ছেলেটি ভয় পায় যে, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত চাইল্ড ম্যারেজ লাইনে ফোন করে তাদের নামে অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করবে। তাই তারা আউশগ্রামে চলে যায়। তারপর যথারীতি মেয়েটির জীবনে অন্ধকার নেমে আসে। কারণ ছেলেটি আগে দেওয়া কথা রাখে না। মেয়েটির পড়াশোনাও বন্ধ হয়ে যায়। এরপর বাচ্চা হতে গিয়ে মেয়েটি মারা যায়।বিদ্যালয়ের সংস্কৃত সহশিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন আজকে নৃত্যনাট্যের মাধ্যমে সমাজে শিশুশ্রমের সমস্যার কলঙ্ক ও শিশুদের বেঁচে থাকার স্বপ্ন ফুটিয়ে তুললেন বর্ধমান ওয়েভের কলাকুশলীরা।অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, আগে ১৫ বছরের মেয়েরা গর্ভধারণ করত। কোভিড পরবর্তী সময়ে ১২ বছরেই এই সমস্যা জ্বলন্ত হয়ে উঠছে। বর্ধমান সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য বর্ধমান ওয়েভের মাধ্যমে সফল হোক এই কামনা করি। ডঃ দত্ত আরো বলেন যদিও আজকে বিদ্যালয় শুরুতে প্রার্থনা সভায় বর্ধমান রোটারি ক্লাব থেকে পুরস্কৃত সহশিক্ষক অনুপ কুমার দত্তকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুপবাবুর সম্মানার্থে বিদ্যালয়ে মিড ডে মিলে গ্র্যান্ডফিসটের আয়োজন করা হয়।

Leave a Reply