বছরের অন্যান্য পবিত্র দিনের মতন ২৫ শে ডিসেম্বর একটি পবিত্র দিন।এই দিনে আলো সংস্থা যারা মানুষের সমাজ মূলক কাজে প্রতি বছরের ন্যায় এই বছরও হুগলি জেলার ইলিপুরের শুভংকর ঘোষ,হুগলি মশাটের মুনমুন চল ও মোনালিসা চল এবং হুগলি সুগন্ধারের প্রীতম হারা আলোর এই সদস্য ও সদস্যরা এগিয়ে এলেন ১০০জন পথশিশু ও সমাজে অর্থনৈতিক পিছিয়ে পরা কিছু মানুষের জন্যে কেকে,শীত বস্ত্র ও বই খাতা নিয়ে।তারা এই পবিত্র আঙিনায় এই সামাজিক কাজ করে দেখলেন মানুষ কে অন্ধকার থেকে আলো দেখানোর এই প্রচেষ্টায় ব্রতী হয়েছেন তারা এবং এই আলোর দিশা দেখানোই তাদের অঙ্গীকার।

Leave a Reply