Spread the love

সমাজসেবী বিজন কুমার ব্যানার্জ্জীর স্মরণে শোকসভা দুর্গাপুরে,


নিজস্ব প্রতিনিধি,

“ নয়ন সম্মুখে তুমি নাই
নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই । ”
দুর্গাপুরের সৃজনী গেস্ট হাউসে সদ্য প্রয়াত সমাজসেবী ,সাংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব বিজন কুমার ব্যানার্জ্জী মহাশয়ের স্মরণে একটি শোক সভা আয়োজন করলো দুর্গাপুর নবদিগন্ত এন জি ও । স্বর্গীয় বিজন কুমার ব্যানার্জ্জী একজন উদার ,সুন্দর মানসিকতার মানুষ ছিলেন এবং একাধিক সমাজ সেবামূলক সংগঠনের সাথে যুক্ত থাকতেন । তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না পরিবার পরিজন সহ পরিচিতরা । তার সুস্পষ্ট ছবি লক্ষ্য করা গেলো শোক সভাটিতে । শোকসভাতে স্বর্গীয় বিজন কুমার ব্যানার্জ্জীর জীবন ,কর্ম ,ব্রত , আদর্শের প্রতি আলোকপাত করলেন অনেকেই তাদের বক্তব্যের মাধ্যমে । এছাড়াও ত্রিশটি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার সামগ্রী ও খাবার । শোকসভাতে উপস্হিত ছিলেন পুত্র প্রলয় ব্যানার্জ্জী , ডাঃ বিজন বিশ্বাস ,কবি অন্তরা সিংহরায় , আন্তর্জাতিক শিল্পী তরুণ সাহা , সংগীত শিল্পী শর্মিষ্ঠা ঘোষ , সংগীত শিল্পী চন্দা পাঁজা ,সাংবাদিক সোমনাথ গুপ্তা ,ব্রততী ব্যানার্জ্জী ,শ্রীজিত ব্যানার্জী , সাংবাদিক বাবু মালিক প্রমুখ ছাড়াও অনেকে। প্রয়াত বিজন কুমার ব্যানার্জ্জী সমাজসেবামূলক কর্মের সাথে যুক্ত থাকতে ভালোবাসতেন , উনার স্মৃতির উদ্দেশ্যে এলাকায় লিটিল ম্যাগাজিন মেলা করার পরিকল্পনা নেওয়া হলো শোকসভাটিতে। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *