সমাজসংস্কারক শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কৌশিক ঘোষের নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি “অবিনশ্বর”মুক্তির অপেক্ষায়।


দীপঙ্কর সমাদ্দার: সত্যজিৎ রায় স্মারক সম্মান সুতানুটি শর্টফিল্ম পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক কৌশিক ঘোষ এমন একজন ব্যক্তিত্ব কে নিয়ে স্বল্প দৈর্ঘের ছবি নির্মান করছেন যিনি ব্যারাকপুর, খড়দহ সোদপুর অঞ্চলের প্রগতিশীল ভাবধারা প্রচারের অন্যতম প্রয়াত শ্রীপতি মোহন বন্দোপাধ্যায়। শ্রীপতি বাবু ছিলেন বাম আদর্শের একজন জনপ্রিয় মানুষ । সাধারণ জীবন যাপন, চাষি সম্প্রদায়ের গরীব দুঃস্থ মানুষদের পরম প্রিয় ছিলেন তিনি, খাল সংস্কার, চাষের জমিতে জল সরবরাহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে তিনি জীবন অতিবাহিত করেছিলেন।। রাশিয়া গেছিলেন কমিউনিস্ট পার্টির হয়ে। যার জীবন এ প্রজন্মের কাছে শিক্ষণীয় ও আদর্শ।। কৌশিক বাবু জানালেন এরকম একজন মানুষকে নিয়ে যদি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি করা যায় তাহলে বর্তমান যুগে অনেক যুবক এবং যুবতীরা ভালো কাজের অনুপ্রেরণা পাবে। বেশ কিছুদিন ধরেই শুটিং চলছে খড়দহ বন্দিপুর এর বিভিন্ন এলাকায় ।। অভিনয় করছেন এবং বলেছেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় , ড.সুবীর মুখোপাধ্যায়,নীহার রঞ্জন মজুমদার, গৌতম রায় চৌধুরী, শংকর রায়, সজল দাস, সপ্তর্ষি ব্যানার্জি ,অপূর্ব ব্যানার্জি, আশীষ ব্যানার্জি প্রমূখ।।ক্যামেরায় এবং এডিটিং এ আছেন দেব গৌতম।চিত্রনাট্য পরিচালনা.কৌশিকঘোষ, গান গেয়েছেন পিনাক পানি চক্রবর্তী।।
ছবিটি খুব দ্রুত মুক্তি পেতে চলেছে।।

Leave a Reply