সময় ভালো নয়,
রাসমণি ব্যনার্জী
খুকু কেবল হ্যাঁচ্চু হ্যাঁচ্চু
নাক সুড়সুড় করে
মায়ের আঁচল সদা নাকে
নাক দিয়ে জল ঝরে।
খুকু বলে ওমা আমার
ভালো লাগে না যে
নাকে মুখে লালা ঝরে
মন লাগে না কাজে।
মায়ের মনে কষ্ট ভারি
মেয়ের অসুখ দেখে
বাসন গুলো কল তলাতে
ছুটে আসে রেখে।
হ্যাঁচ্চু হ্যাঁচ্চু করে খুকু
হালকা হালকা জ্বরে
দিন কাল যে নয়কো ভালো
ডেঙ্গু ঘরে ঘরে।
ঠাকুর ডাকে খুকুর মাতা
ঠাকুর ডাকি আমি
সকল ছানাপোনা গুলো
আমার কাছে দামি।
সর্দি কাশি হলে পরে
ঔষধ খেতে হবে
শান্ত ভাবে ঘরের ভেতর
বন্দি থেকো তবে।
এখন সময় নয়কো ভালো
সাবধানেতে থেকো
নিজের এবং পরিবারের
দিকে দৃষ্টি রেখো।