‘সময়ের অভাবে’ সুপ্রিম কোর্টে ডিএ মামলার হলো না শুনানি
মোল্লা জসিমউদ্দিন,
গোটা রাজ্য এদিন চেয়ে ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে।মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার সুপ্রিম-শুনানি হওয়ার কথা ছিল। দেশের শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চের শুনানি তালিকায় ৫১ নম্বরে ছিল এই মামলা। তবে ফের একবার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলেও হল না বকেয়া ডিএ মামলার সুপ্রিম-শুনানি। দশবারের বেশি এই মামলা পিছিয়ে যাওয়ার নজির রয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া ডিএ প্রদান সহ বাংলার রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। এই নিয়ে চলছে আইনি লড়াই। বছর তিনেক ধরে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিগত কয়েক মাসে একাধিকবার শুনানি পিছিয়েছে। এদিনও দেখা গেল একই ছবি। সুপ্রিম কোর্টের বিচারপতি নাথের নেতৃত্বাধীন বেঞ্চের শুনানির তালিকায় ৫১ নম্বরে ছিল বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। এরফলে আদৌ আগের মামলাগুলির শুনানির পর এই মামলা শোনা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। ফের একবার শুনানি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও করেছিলেন অনেকে। দিনের শেষে দেখা গেল, সেই আশঙ্কাই সত্যি হয়েছে। পিছিয়ে গিয়েছে এই মামলার সুপ্রিম-শুনানি। পরবর্তী শুনানি কবে সেই দিনক্ষণ এখনও জানা যায়নি।প্রসঙ্গত, গত ২০২২ সালের ২৮ নভেম্বর বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। শেষ শুনানি হয়েছে গত বছরের ডিসেম্বরে। এরপর থেকে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়েছে। গত ২৫ মার্চ বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার খানিকটা শুনানি হয়েছিল। এরপর মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা ছিল। তবে সময়াভাবে শুনানি পিছিয়ে যায় বলে খবর।উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ পাচ্ছেন। কয়েক মাস আগে রাজ্য বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রের সঙ্গে ৩৭ শতাংশের ফারাক রয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হচ্ছে ১৮% হারে মহার্ঘ ভাতা।কবে ডিএ মামলার শুনানি হবে? তা এখনও জানা যায়নি।