সব ঘরে তৈরী হোক ক্রিয়াযোগ মন্দির
যোগী সত্যম
প্রণব ভট্টাচার্য :-
হাওড়া জেলার রাজগঞ্জ হাট এলাকায়, মনী কর্ণী আখ্যান পত্রিকার ক্রিয়া যোগ মন্দির অবস্থিত গঙ্গা তীরবর্তী কলকালতার খুব কাছে মাত্র ১০ কিলোমিটার দূরে , আর ঠিক ২০ কিলোমিটার দূরে দক্ষিণেশ্বর যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ্ ইন্ডিয়া/ সেল্ফ্ – রিয়লাইজেশন ফেলোশিপ অবস্থিত। আমাদের ক্রিয়া যোগ মন্দিরে যোগী সত্যম জির সোস্যাল মিডিয়ায় প্রচার করা হয় ক্রিয়া যোগ, ধ্যান, শক্তি সঞ্চার ব্যায়াম ১ থেকে ৪২ টি স্টেপ অভ্যাস করানো হয়। যোগী কথা ও হলী সায়েন্স বই থেকে। গুরু গণের জীবন কথা শ্রী শ্রী মহাবতার বাবাজী, শ্রী শ্রী লাহিড়ী মহাশয়, শ্রী শ্রী স্বামী যুক্তেশ্বর গিরি জী, শ্রী শ্রী পরমহংস যোগানন্দ , ভগবান শ্রী কৃষ্ণ,যীশু খ্রীষ্ট একান্ত আগ্রহশীল সত্যান্বেষী হইবার অল্প স্বল্প আস্বাদ পান, আর যাঁহারা দ্রষ্টা বা মহাপুরুষ তাঁহারা, ভূমানন্দে পরিপূর্ণ হইয়া অবস্থিতি করেন। মানুষ কখনও যে কোনো একটি সুখকর বুস্তু দ্বারা সন্তুষ্ট হয় না, এই তথ্য দ্বারা পরোক্ষভাবে প্রমাণিত হয়। সর্বদা একটির পর আর একটিতে সে উড়িয়া বেড়ায়। অর্থ হইতে পোশাক – পরিচ্ছদে , পোশাক – পরিচ্ছদ হইতে সম্পত্তিতে , তাহা হইতে দাম্পত্য প্রণয়ে – এভাবে অবিরাম চলিতে থাকে। সুতরাং যাহা উপযুক্ত উপায় বলিয়া মানুষের ধারণা , সেরূপ উপায়ের সাহায্যে দুঃখ দূর করবার চেষ্টা করা সত্ত্বেও মানুষ সর্বদাই দুঃখে পতিত হইতেছে। আর মনে হয় যেন সর্বদাই তাহার অন্তঃকরনে এক অঞ্জাত ও অতৃপ্ত আকাঙ্খা বিদ্যমান রহিয়াছে। কিন্তু, ধার্মিক ব্যাক্তি (প্রস্তাবিত দ্বিতীয় উদাহরন) সর্বদা যথার্থ ধর্মপথ অবলম্বনের চেষ্টা করেন, যাহাতে তিনি আনন্দ বা ঈশ্বর সমীপে উপস্থিত হইতে পারেন তাই, যোগী সত্যম জী বলেছেন, প্রত্যেক ঘরে, ঘরে ক্রিয়াযোগ মন্দির স্থাপিত হোক।
মনীকর্নী আখ্যান পত্রিকার সম্পাদক জুলাই দাস মুখার্জী বলেছেন, আমরা ২০২১ সাল থেকে যোগী সত্যম জির প্রচার করে আসছি, এবং আমরা ক্রিয়াযোগ মন্দির প্রতিষ্ঠা করেছি। আমাদের এখানে যারা অভ্যাস করতে আসে কোন অনুদান লাগে না, একদম কোন অর্থ নেওয়া হয়না। আমরা চেষ্টা করছি যাতে পশ্চিম বঙ্গের প্রতিটি গ্রামে প্রচার করা হয়। এই ক্রিয়া যোগ মন্দিরে (ইউটিউব) এর মাধ্যমে প্রচার করা হয়। সত্যম জি বলেছেন, যদি অভ্যাস করে সমস্ত রকম বাধা থেকে মুক্তি পাবে। লাহিড়ী মহাশয় বলেছেন, সব সমস্যার সমাধান ক্রিয়যোগ, মহাবতার বাবা বলেছেন অল্প অভ্যাস মহাভয় থেকে মুক্তি।সত্যমজি সরাসরি প্রচার করেন – প্রয়াগ রাজ ক্রিয়াযোগ আশ্রম এবং রিসার্চ ইনস্টিটিউট উত্তর প্রদেশ থেকে। শুভঙ্কর মুখার্জী বলেন, ক্রিয়াযোগ মন্দিরটি করে গ্রামের মানুষের কাছে বড় উপহার দিয়েছে এই পত্রিকা। আমি শ্রী শ্রী পরমহংস যোগানন্দ জির লেসন পড়াশোনা করি এবং এত সহজ ভাবে যোগী সত্যম জি বলেন যা আমাদের অনুপ্রাণিত করে বাচ্ছা রা ও তাদের অভিভাভক রাও উপস্থিত হন। এখানে সব ধর্মের মানুষরা আসেন হিন্দু, মুসলমান, খ্রিষ্টান।
ঈশ্বরের সাথে প্রত্যক্ষ যোগস্থাপনার সহায়তার উদ্দেশ্যে সুনির্দিষ্ট বিঞ্জান সম্মত প্রক্রিয়ার শিক্ষা বিভিন্ন দেশে করা স্ব- প্রচেষ্টায় মানুষের সীমিত নশ্বর চৈতন্যকে ভগবৎ চৈতন্যে ক্রমোন্বেষ করাই জীবনের লক্ষ্য – এই শিক্ষ্যা দান করা, এবং সেই উদ্দেশ্য ভগবৎ মিলনের জন্য সর্বত্র ক্রিয়াযোগ মন্দির স্থাপন এবং মানব – অন্তরে ও আসে, নিজস্ব ইশ্বর উপাসনাগৃহ স্থাপনে উৎসাহদান। ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত আদি যোগ ও যীশু খ্রীষ্ট প্রচারিত আদি খ্রিষ্টিয় মতবাদের মধ্যে মূলগত ঐক্য ও সামঞ্জস্য উৎঘাটন করা, এবং সত্যের এই তত্ত্ব যে সমস্ত সত্য ধর্মেরই সাধারণ বৈজ্ঞানিক ভিত্তি – তা প্রতিষ্ঠা করা
নিত্য বিজ্ঞান সম্মত ভক্তিপূর্ন ঈশ্বরের ধ্যানই যে সকল সনাতন ধর্মীয় বিশ্বাসের নির্দেশিত একমাত্র দিব্য পথ, তাহার প্রতি দৃষ্টি আকর্ষণ করা।
মানুষকে ত্রিমুখী যন্ত্রণা মুক্ত করা – শারীরিক, ব্যাধি, মানসিক অসঙ্গতি ও আধ্যাত্মিক অজ্ঞতা।
” সাধারণ জীবন ও উন্নত চিন্তন।” করায় উৎসাহদান। মানবীয় ঐক্যের সনাতন সত্য ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ – এই শিক্ষ্যা প্রদান করে সার্বিক ভ্রাতৃত্ববোধ জাগরিত করা। যে সাধন পদ্ধতি সমূহের এখানে প্রস্তাব করা হইয়াছে, যে গুলি শিখিয়া আন্তরিক ভাবে অনুশীলন করিলে মানুষ নিজেকে আনন্দ স্বরূপে জানিতে পারিবে ও ঈশ্বরের উপলব্ধি লাভ করিবে। যোগী সত্যম বলেছেন, ক্রিয়া যোগের দ্বারা ভারত তথা সব রাষ্ট্রকে একত্রিত করা।