Spread the love

সবুজ প্রকৃতি

মালবিকা পাণ্ডা

যদি পারতাম , একমুঠো মেঘ
এনে ছড়িয়ে দিতাম ঊষর মরুভূমির বুকে ।
মেঘ থেকে ঝরে পড়ত বৃষ্টি কনা ,
হত সবুজের অঙ্কুরোদগম ,
সৃষ্টি হত এক বিশাল সবুজের বনানী ।
যদি এক মুঠো সবুজ এনে
ছড়িয়ে দিতাম পিঙ্গল বর্ণ ধারণ করা
সুউচ্চ বৃক্ষের উপর ।
ঝরে পড়ত ক্রমাগত সেই সবুজ কনা ,
পদদলিত ক্ষুদ্র তৃণ হয়ে উঠত শ্যামলিমা ।
সুদূরপ্রসারী হত সবুজের সমারোহ ।
ক্ষুদ্র পাদপ হয়ে উঠত মহীরুহ ,
আকাশে ডালপালা দিগন্ত বিস্তৃত করে
আহ্বান করত মেঘমালাকে ।
মেঘমালা বৃষ্টি ধারা হয়ে ছুঁয়ে যেত
তার সর্বাঙ্গ ।
স্নিগ্ধ হত মহীরুহ , তৃপ্ত হত তরুলতা ,
প্রাণভরে শ্বাস নিত ধরিত্রী
জন্ম নিত সবুজ প্রকৃতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *