সন্দেশখালির শেখ শাহজাহানের বাজেয়াপ্ত তিনটি গাড়ি বিক্রি করতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে ইডি

মোল্লা জসিমউদ্দিন

কোটি মূল্যের গাড়ি গুলি বিক্রি করতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতের দারস্থ হলো ইডি। রোদে – জলে নষ্ট হচ্ছে সন্দেশখালির শেখ শাহজাহানের তিন তিনটে বিলাসবহুল গাড়ি! একটি হুডখোলা জিপ, অন্য দুটি এসইউভি!রেশন দুর্নীতি মামলা  এবং সন্দেশখালি কাণ্ডে  এক বছরের বেশি জেল হেফাজতে  রয়েছেন সন্দেশখালির  শেখ শাহাজাহান।তখন থেকেই সিজিও কমপ্লেক্সের চৌহদ্দির মধ্যে রয়েছে শাহজাহানের বিলাসবহুল ওই তিনটি গাড়ি। জানা গেছে, শাহজাহানের ওই তিনটি গাড়ি বিক্রি করে সেই টাকার সদ্ব্যবহারের জন্য চলতি সপ্তাহে  ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিআদালতে ইডির দাবি, -‘রেশন দুর্নীতির টাকাতেই ওই গাড়ি গুলি কেনা হয়েছিল। অনাদরে সেগুলি নষ্ট হচ্ছে’। তাই ওই গাড়ি বিক্রি করে ওই টাকা ভাল কাজে ব্যবহার করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আদালত আবেদন গ্রহনও করেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে । গত বছরের শুরুতে রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের খোঁজে গিয়ে মার খেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেশ কয়েকজন আধিকারিক ।  আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নেমে সিবিআই ও ইডি। টানা ৫৫ দিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে। পরে তাকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।তদন্তে নেমে সে সময় শাহজাহানের তিনটি গাড়ি-সহ বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এবার সেই গাড়িগুলি বিক্রির জন্য আদালতে আবেদন জানাল ইডি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply