সন্দেশখালির বিজেপি নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়, জানালো হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে সন্দেশখালি বিষয়ক এক মামলা।ওই এলাকার  বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কোনও তদন্ত এগোবে না। এফআইআরের উপর কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে মৌখিকভাবে জানাল কলকাতা হাইকোর্ট।এদিন এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে । সম্প্রতি সন্দেশখালির ঘটনা নিয়ে একটি ভিডিয়োকে কেন্দ্র করে গঙ্গাধরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন  শক্তিপদ রাউত নামে এক ব্যক্তি ।একাধিক জামিন অযোগ্য মামলায় এফআইআর হয় বিজেপি নেতার বিরুদ্ধে। ওই এফআইআরের উপর আইনী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন গঙ্গাধর। এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, -” সন্দেশখালি মামলার তদন্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরদারিতে চলছে। সিবিআই তদন্ত করছে। এই আবেদনেরও শুনানি প্রধান বিচারপতি বেঞ্চে হওয়া উচিত”। ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে এই এফআইআর করার সিদ্ধান্ত হওয়া উচিত ছিল বলে বিচারপতি জানান। সন্দেশখালির ভিডিয়ো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর। অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে ‘ভুয়ো’ ভিডিয়ো তৈরি করা হয়েছে। তার পর তা ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলার অনুমতি চেয়েছিলেন গঙ্গাধর। সেই অনুমতি দিয়েছে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ।  

Leave a Reply