সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে সোস্যালিস্ট ফ্রন্টের পদযাত্রা।

সোস্যালিস্ট ফ্রন্ট -পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে গীতিশা মিউজিক অ্যাকাডেমি, বর্ধমান সদর প্যায়ারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটি সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মী, সমাজকর্মী দের সক্রিয় উপস্থিতিতে বর্ধমান শহরের টাউন হল চত্বর থেকে বিজয় তোরণের সামনে অবধি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে ম্যান্ডেলা পার্কের পাশে পথসভায় বক্তব্য রাখেন ডা. সৌমেন সিংহরায়, প্রলয় মজুমদার,কে.কে.মল্লিক, জগদীশ মন্ডল, কানাই লাল বিশ্বাস প্রমুখ। বক্তারা মুর্শিদাবাদ, কাশ্মীর সহ সমাজের সন্ত্রাস কবলিত এলাকায় স্বাভাবিক জীবন যাপনের আবহ ফিরিয়ে আনার লক্ষ্যে সোচ্চার গণকন্ঠে সামিল হন।

আইনজীবী কৃষ্ণেন্দু মুখার্জী সোচ্চার গণকন্ঠে সামিল হন, এছাড়া ড.সুমন্ত রায়,ড.সুভাষচন্দ্র দত্ত, শতাব্দী বিশ্বাস উপস্থিত না থাকতে পারলেও লিখিত আকারে প্রতিবাদ পত্র পাঠিয়ে দেন।

আজ ৪মে রবিবার সমাজ বিপ্লবী লালনের ২৫১ তম জন্মদিবস উপলক্ষে ওঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা শুরু হয়।

Leave a Reply