খায়রুল আনাম,
বীরভূম : প্রাতঃভ্রমণে বেরিয়ে বোলপুরের পূর্ণীদেবী চৌধুরী মহিলা কলেজের পাশের একটি ঝোঁপ থেকে শিশুর কান্না শুনে থমকে যান কয়েকজন। তারা বোলপুর থানায় বিষয়টি জানালে বোলপুর থানা থেকে পুলিশ গিয়ে ঝোঁপ থেকে একটি সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার করে। শিশুটিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটি মারা যায়৷ এটি কোনও অবৈধ সন্তান বা কন্যা সন্তান হওয়ার কারণেই ফেলে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।