খায়রুল আনাম,

বীরভূম : গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ১৪ নম্বর জাতীয় সড়কে গলাকাটা ব্রীজের কাছ থেকে গ্রেপ্তার করলো পাঁচ দুষ্কৃতিকে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি ভোজালি, একটি লোহার রড, দড়ি ও বোমা তৈরীর কাজে ব্যবহৃত ছোট পাথর ও দড়ি। ধৃত রমজান আলি, সৈয়দ আজাদ ইমাম, শেখ জম্বু, শেখ রহিম ও শেখ আবু সৈয়দের বাড়ী স্থানীয় নারায়ণপুর ও কমলপুর গ্রামে। এরা যে দুটি মোটরবাইক নিয়ে এসেছিলো সে দুটিও আটক করা হচ্ছে। ডাকতি ও গাড়ী ছিনতাইয়ের জন্য এরা জড়ো হয়েছিলো বলে জানা গিয়েছে। এদের নামে পুলিশের কাছে অতীতের কোনও অভিযোগ না থাকায় পুলিশ মনে করছে যে, এই দলটি নতুন তৈরী হয়েছে।

Leave a Reply