খায়রুল আনাম,

বীরভূম : সদাইপুর থানার পারুলিয়া গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী মন্দিরটি পারিবারিক হলেও, এই মন্দিরে এসে পুজো দেন পারুলিয়া-সহ আশপাশের গ্রামের মানুষজন। সকালে দেখা যায়, মন্দিরের দরজার ভেঙে দেবীর অঙ্গ থেকে প্রচুর পরিমাণের সোনা ও রুপোর সমস্ত গয়নাই চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে গেলেও চুরির কোনও কিনারা করতে পারেনি।

Leave a Reply