সঙ্গীত পরিচালক দীনেশ মালিক এবং নলিনী প্রভা দাস পেলেন মহামায়া পুরস্কার
পারিজাত মোল্লা,
চলতি সপ্তাহে এক সন্ধ্যায় কলকাতার আইসিসি অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে আন্তর্জাতিক মেগা মেগা নৃত্য ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘মহামায়া’ আয়োজন করে কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন স্থান থেকে আগত নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষকরা নৃত্য পরিবেশনা করেন, যার সভাপতিত্ব করেন সভাপতি ডঃ উপেন্দ্র কুমার শর্মা।এর সাথে, জাজপুর জেলার বিঞ্জারপুর ব্লকের কপিলা গ্রাম পঞ্চায়েতের মান্ধাতা পাটনা গ্রামের শিক্ষিকা এবং প্রবীণ গীতিকার নলিনীপ্রভা দাসকে সংগঠনের পক্ষ থেকে মহামায়া সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি চলচ্চিত্র এবং অ্যালবামে ৫০০ টিরও বেশি গান রচনার জন্য ওড়িশায় সুপরিচিত।
এর সাথে সাথে, নৃত্য পরিবেশনকারী সকল শিল্পী এবং নৃত্য শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করা হয়। সংগঠনের সভাপতি ডঃ উপেন্দ্র কুমার শর্মা, নাট্য পরিচালক তুষার কান্ত বেহেরা এবং ওড়িশা রাজ্য শিল্পী সমিতির সভাপতি ডঃ চৈতন্য পাইক পুরষ্কার প্রদান করেন। এই দিনে ওড়িশি নৃত্য এবং সম্বলপুরী নৃত্যে দর্শকরা মুগ্ধ হয়েছিলেন।