সঙ্গীত এর ভাবনা নিয়ে মুখাভিনয়ে অভিনবত্ব আনলেন সোমা দাস
দীপঙ্কর সমাদ্দারঃ দেবীপক্ষের সূচনার দিনটিকে মনে রাখার জন্য আগরপাড়ার সোমা মাইম থিয়েটার অনুষ্ঠিত করল আগমনী২০২১। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর স্পেশাল ব্রাঞ্চ অফিসার শ্রীমতি অনসূয়া চক্রবর্তী, নান্দনিক এর সৌরভ গুপ্ত এবং মূকাভিনয় শিল্পী রতন চক্রবর্তী ।।সম্মানীয় অতিথিদের সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সূত্রপাত হয় সোমা মাইম থিয়েটারের শিল্পীদের স্রোত্র পাঠের মাধ্যমে ,এরপর সংগঠনের ছেলেমেয়েরা দুটি খুব ভালো নৃত্যানুষ্ঠান উপহার দিল উপস্থিত অসংখ্য দর্শকবৃন্দ কে । উল্লেখযোগ্য অনুষ্ঠান বাংলাদেশের গাজীপুর থেকে মুক্ত মঞ্চ নির্বাক দল এর পক্ষে রুমানা রুমা অনুষ্ঠিত করল অসাধারণ মুখাভিনয় যার নাম পাওয়ার অফ পার্সপেক্টিভ ।তার অসাধারণ মূকাভিনয়ের দক্ষতায় জানান দিতে চাইলেন আমরা নারীদের যতই স্বাধীন বলি না কেন আমরা সমাজে বিভিন্নভাবে নারীদের নিয়মের মধ্যে বেঁধে রেখেছি অর্থাৎ নারীরা এখনো সম্পূর্ণ স্বাধীন নয় তবে নারী স্বাধীনতা সম্পুর্ন একদিন ফিরে আসবে এটাতে তিনি বিশ্বাসী। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল প্রখ্যাত মুখাভিনয় শিল্পী সোমা দাসের ভাবনা ,চিত্রনাট্য ও পরিচালনায় নচিকেতা চক্রবর্তীর গান ‘পেসমেকার’ ও ‘তুমি আসবে বলে ‘ গান দুটির ভাবনা নিয়ে প্রায় এক ঘন্টা সময় বেঁধে এক অসাধারণ মূকাভিনয় অনুষ্ঠান। এই মুখাভিনয় তে মূল বিষয় ছিল বিভিন্ন আঙ্গিকে প্রেম মানুষকে বেঁধে রাখে, ভালোবাসাই হোক মানুষের বেঁচে থাকার একমাত্র মূলমন্ত্র ।সংস্থার পক্ষে সোমা দাস জানালেন সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী কে সম্মান জানাতেই তার এই ভাবনা এবং মুখাভিনয় জগতে সঙ্গীত নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা ।সোমা দাসের এই পরীক্ষা 100% সার্থক লাভ করেছে সেটা জানা গেল অভিনয় চলাকালীন প্রতিটা মুহূর্তে দর্শকদের করতালিতে। মুগ্ধ হল দর্শক মহল প্রশংসা পেল অফুরান ,এক কথায় সমগ্র অনুষ্ঠানটি সামগ্রিকভাবে অনবদ্য ও প্রশংসার দাবি রাখে।।