সকালবেলা নতুন সূর্য উদয় হবে
মারুফ খাঁন
প্রেম খুঁজতে খুঁজতে হয়তো একদিন
সত্যের পথে,
নিজেকে শেষ করে দিতে হবে, রাজি আমি…
মিথ্যায় শিকার হওয়ার থেকে অনেক ভালো।
জীবনে একাকিত্বের যন্ত্রণা, আর তোমার ওই কঠিন শব্দ,
মরুভূমি থেকে পাহাড় কিংবা সমুদ্রের মাঝে
আমি নৌকার মাঝি।
মাঝে মাঝে দেখতে হয় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল রক্ত
হঠাৎ ফোন,
সামর্থ্য অনুযায়ী কিছু রাত্রের গোপনে অন্ধকারে ছুটে যাওয়া
সেই অসহায় দারিদ্রদের পাশে।
মানবতা মনুষ্যত্ব বেঁচে আছে এখনো অশ্লীল হয়ে যায়নি
অসম্ভবকে সম্ভব করা যায় এই মানুষগুলোর দ্বারা।
আর কিছু হোক চাই নাই বা হোক মাতৃভূমির প্রেম ভালবাসা
ওরে ভাই এখনো অনেকটা পথ এগিয়ে যেতে হবে।
অমাবস্যার অন্ধকারের পরে দ্বিতীয়ার আবার নতুন চাঁদ উঠবে
সকালবেলা নতুন সূর্য উদয় হবে।