সকলের জন্য সংবাদপত্রের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

পূর্ব বর্ধমানের গলসির পুরসাতে হলো নতুনত্ব চক্ষু পরীক্ষা শিবির। সকলের জন্য সংবাদপত্রের উদ্যোগে ও নেতাজি আই হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হন প্রশাসনিক ব্যাক্তিগণ। শিবির টি অনুষ্ঠিত হয় পুরসা ১ং প্রাথমিক বিদ্যালয়ে। ১৩ই জুলাই এই শিবিরে এলাকার শতাধিক মানুষ আসেন চক্ষু পরীক্ষা করাতে। শিবিরে পরীক্ষা করে ৫২ জনের চোখের অপারেশনের সনাক্ত করা হয়েছে। তারমধ্যে ২০ জনের কারও সুগার কিংবা কারও হার্টের রোগ থাকায় তাদের অপারেশন করা সম্ভব হয়নি। বাকি ৩২ জনের অপারেশন নেতাজী আই হসপিটাল কতৃপক্ষ নিজস্ব খরচে রোগীদেরকে নিয়ে যাওয়া ও পৌছে দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। সফল হয়ে এসে প্রত্যেক রোগী নেতাজী আই হসপিটালের পরিষেবার প্রশংসা করেন। এধরনের শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন গলসি ১ ব্লকের বিডিও জয়প্রকাশ মন্ডল,গলসি থানার আধিকারিক মোঃ মাসুদ আলি,গলসি ২ ব্লকের বিডিওর প্রতিনিধি সহ শিবিরের চক্ষু পরীক্ষা করতে আসা অনেকেই‌। এছাড়াও প্রশাসনিক কাজে ব্যাস্ত থাকায় গলসি ২বিডিও মৈত্রেয়ী ভৌমিক ও গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার উত্তাল সামন্ত সমগ্ৰ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান সকলের জন্য পত্রিকার সম্পাদক সেখ নিজাম আলম। তিনি আরও জানান নেতাজী আই হসপিটালের অফিসার সূূদর্শন প্রামাণিকের ব্যাবহারে মুগ্ধ হয়ে এই ক্যাম্প করা হয়েছে। এলাকার বহু মানুষ এই ক্যাম্পে ভীষণ উপকৃত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তী পাওয়ার পরীক্ষা আগামি ১৬ই আগস্ট একই স্থানে ক্যাম্প করে শুধুমাত্র অপারেশন রোগীদেরকে চশমা বিনামূল্যে দেওয়া হবে। নেতাজী আই হসপিটালের পক্ষ থেকে সুদর্শন বাবু জানান, প্রশাসনিভাবে এমন চক্ষু ক্যাম্প আগে কোথাও দেখিনি। তিনি জানান, সাড়ম্বরভাবে এইরকম চক্ষু ক্যাম্পের প্রশংসা করেন সকলের জন্য সংবাদপত্রের সম্পাদক সেখ নিজাম আলমের।

Leave a Reply