Spread the love

সমাজের গুণী ও লোকচক্ষুর আড়ালে যে সমস্ত ব্যক্তিত্বরা মানব কল্যাণে কাজ করে চলেছেন তাদের যোগ্য সম্মান জানাতে ও তাদের কর্মকান্ডকে তুলে ধরতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করে চলেছে কলতান ওয়েভস ফাউন্ডেশন। আজ সল্টলেকের রবীন্দ্র ওকাকুড়া ভবনে আয়োজিত বাংলা গানের সাংস্কৃতিক সন্ধ্যায় প্রায় ১০জনকে সম্বর্ধনা প্রদান করা হয়। এক সন্ধ্যায় পঞ্চ কবি নামক বাংলা গানের অনুষ্ঠানে তাদের সম্মানিত করলেন সংস্থার কর্ণধার মধুমিতা বসু। ৯বছর আগে পথচলা শুরু হয় কলতান ওয়েভস ফাউন্ডেশনের! চিরদিনের Forever গানের এলবাম প্রকাশ হলো এই দিন কলতান ওয়েভস ফাউডেশন এর প্রযোজনায়। এদিনের সম্মান প্রাপকেরা হলেন বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা, বিশিষ্ট সমাজসেবক মনোতোষ বেরা, গৌতম দাস, মণিদীপা চক্রবর্তী ,ঊর্মিমালা চৌধুরী, রিনা গিরি, অনিমিত ভট্টাচার্য, শুভদীপ রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে চিরদিনের গানের এলবাম উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রঞ্জনা কর্মকার। অনুষ্ঠানের পরিচালনা ও ভাবনায় মধুমিতা বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *