অভিযোগে গ্রেপ্তার এক
সেখ রাজু,
বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে এক কিশোরীকে শীলতাহানি চেষ্টায় এক ব্যক্তিকে গ্রেফতার করে বিচার বিভাগের জন্য কাটোয়া আদালতে পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের পিনডিরা গ্রামে । ধৃত ব্যাক্তির নাম আরোজ শেখ । জানা গেছে গত ১২ই ডিসেম্বর দুপুরের দিকে আরোজ শেখ ওই কিশোরীর বাড়ি যায় । সেই সময় বাড়িতে কেউ না থাকায় শীলতাহানি চেষ্টা করে । এ বিষয়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার লিখিত অভিযোগ জানায় মঙ্গলকোট থানায় । অভিযোগের ভিত্তিতে আরোজ সেখকে গ্রেফতার করে বিচার বিভাগের জন্য মঙ্গলকোট থানার পুলিশ কাটোয়া আদালতে পাঠায় । পাশাপাশি ওই কিশোরীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ।