শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ও মা সারদা সেবা মন্দিরের উদ্যোগে কল্পতরু উৎসব

সেখ সামসুদ্দিন, ১ জানুয়ারিঃ আজ কল্পতরু উৎসব উপলক্ষে দেবীপুর বাজারে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ও মা সারদা সেবা মন্দিরের পক্ষ থেকে বিশেষ পূজা পাঠ, হোম যজ্ঞ, ভোগপ্রসাদ বিতরণ, শীতবস্ত্র কম্বল বিতরণ ইত্যাদি কর্মসূচি পালিত হয়। উদ্যোক্তাদের মধ্যে রাজেশ্বর দাস জানান ভোর থেকে শুরু হয় ঠাকুরের নাম কীর্তন, ভক্তিগান, সকাল আটটায় ট্যাবলো সহযোগে এলাকায় শোভাযাত্রা বের করা হয়। তারপরে বিশেষ পুজো হোম যজ্ঞ সহ পরবর্তী কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন স্বামীজি মহারাজ সহ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ, এলাকার বিশিষ্ট সমাজসেবী তারকনাথ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৩০০০ মানুষের অন্য ভোগের ব্যবস্থা করা হয় এবং ৪২২ জনকে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।

Leave a Reply