সাধন মন্ডল,
রবিবার নাকা চেকিং চলাকালীন জঙ্গি হামলায় হত হলেন এক সাব ইন্সপেক্টর। পুরাতন শ্রীনগরের খানয়ার এলাকার ঘটনা এটি।এদিন নাকা চেকিং চলাকালীন হঠাৎই গুলি চালায় এক জঙ্গি। সেই গুলির লড়াইয়ে জখম হন আরশিদ আহমেদ নামে এক পুলিশ কর্মী। তত্ক্ষণাত্ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য। কিন্তু চিকিত্সা চলাকালীনই তিনি মারা যান। হামলার পরই গোটা এলাকা পুলিশি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। খোঁজ চলছে জঙ্গিদের। তবে এখনও কোনও জঙ্গির খোঁজ মেলেনি। আচমকা এই হামলায় স্তম্ভিত হয়ে যায় ওখানের পাহারায় থাকা পুলিশেরা। তালিবান দখলে আফগান পরবর্তী শ্রীনগরে এই হামলায় শঙ্কিত অনেকেই।