শ্রদ্ধাঞ্জলী

          **   দিলীপ রঞ্জন ভাদুরী।     

গতকাল চলে গেল
সন্ধ্যা ধ্রুব তারা,
আজ গেল বাপিদা
হলাম সর্বহারা।
সঙ্গীত জগতে কেন
নেমে এল ছায়া,
রুধিব কেমনে শোক
সে যে বড় মায়া!
অমৃতের বাহক তাঁরা
সুর তান লয়,
উজ্জ্বল জ্যোতিষ্ক দোঁহে
বড় মোহময়।
মায়া মোহ অহংকার
ভুলিব কেমনে,
হৃদে আজ বড় ব্যাথা
সজল নয়নে।
সঙ্গীত সমুদ্রে ছিল
তোমাদের বাস,
রামধনু রঙে রাঙা
হৃদয় আকাশ।
আজ চলে যাবে জানি
তারাদের দেশে,
চিরকাল অমর থেকো
মনের আকাশে।

Leave a Reply