গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ মে, ২০২২। ‘শুভ অক্ষয় তৃতীয়া’ পালনের সময় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে যারা সোনা বা হিরের গয়না ক্রয় করেছিলেন তাদের দেওয়া কুপনের ভিত্তিতে লাকি ড্র উদযাপন করা হয়।
উল্লেখ করা যেতে পারে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ত্রিপুরা এবং কলকাতার মোট সাতটি শোরুম থেকে ক্রয় করার উপর ভিত্তি করে দেওয়া কুপনগুলির উপর এই মেগা ড্র অনুষ্ঠিত হয়।
এই লটারির তিনজন ভাগ্যবান বিজেতারা হলেন করুলাইন জমাতিয়া, শুক্লা দেবনাথ, এবং টিঙ্কু পাল ৷
বিজেতারা পাবেন একটি করে বাজাজ পালসার মোটরসাইকেল।
প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী ভাস্কর গাঙ্গুলীর হাত দিয়েই বিজেতাদের নাম বাছাই করে নেওয়া হয়। ভাস্কর বাবু বলেন এই ধরণের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, ভাগ্যবান বিজেতাদের বেছে নিতে পেরে আমারা অত্যন্ত আনন্দিত। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সকল সম্মানীয় গ্রাহক বন্ধুদের স্বতস্ফূর্ত সাড়াতেই আমাদের এই উৎসব সফল হয়েছে। আগামী বছরগুলোতে এই অক্ষয় তৃতীয়া উৎসব শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর শোরুমগুলোতে আনন্দ ও নানা চমকে ভরে উঠবে। এই প্রতিশ্রুতি ও বার্তা দিতে চাই আমাদের সম্মানীয় ক্রেতাদের।

Leave a Reply