বিরল অস্ত্রপ্রচারে গলার শ্বাসনালী থেকে কি মাছ বের করে প্রান ফিরে পেল এক যুবক।

জুলফিকার আলি,

চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে জটিল অপারেশন করে শ্বাসনালি থেকে বের করা হল কইমাছ। ভগবানপুর থানার নছিপুর গ্রামের তাপস মাইতি (৪০) নামে এক ব্যক্তি মাছ ধরার সময় মুখে একটি কইমাছ আটকে রেখেছিলেন। মুহূর্তের অসতর্কতায় সেই কইমাছ শ্বাসনালিতে চলে যায়। প্রবল শ্বাসকষ্ট ও রক্তক্ষরণ শুরু হয়। বাড়ির লোকজন তড়িঘড়ি তাঁকে চণ্ডীপুর হাসপাতালে নিয়ে আসেন। ইএনটি সার্জেন রত্নদীপ ঘোষের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করে দু’ঘণ্টা ধরে অপারেশন করে কইমাছ বের করে। রোগীকে আইসিইউয়ে রাখা হয়েছে। আপাতত তাপসবাবুর অবস্থা স্থিতিশীল। আপৎকালীন পরিস্থিতিতে অপারেশন না করলে তাপসবাবুর প্রাণ বাঁচানো যেত না বলে চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালের অধিকর্তা পবিত্র জানা বলেন, একেবারে বিরল ঘটনা।

Leave a Reply