শোভাযাত্রা সহকারে ঘট আনয়ন মহামায়া মন্দিরে


সাধন মন্ডল বাঁকুড়া:—–
রাইপুরে চাঁদুডাঙ্গা গ্রামে প্রায় সাড়ে ৩০০ বছরের পুরানো মন্দির ভেঙ্গে নতুন ভাবে তৈরি হচ্ছে সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে আগামীকাল। তার আগে আজ কংসাবতী নদীর কালাঘাট থেকে মঙ্গল ঘট নিয়ে পাঁচ হাজারেরও বেশি ভক্ত শোভাযাত্রা সহকারে মন্দির প্রাঙ্গণে এসে হাজির হয়। এই শোভাযাত্রায় ছিল পুরুলিয়ার ছৌ নাচ, রনপা, ঢাকির দল, ব্যাঞ্জো পার্টি ,কীর্তন দল সহ অগণিত ভক্তবৃন্দ। ধূপ শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে মায়ের মন্দিরে আসেন ভক্তরা। মন্দিরের গর্ভ গৃহে ঘট প্রতিষ্ঠা হলো আজ,আগামীকাল এই মন্দিরে মায়ের প্রতিষ্ঠা হবে। এখানে উল্লেখ্য মা বর্তমানে অস্থায়ী মন্দিরে রয়েছেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে মন্দির নির্মাণ কার্য চলছিল তা প্রায় সমাপ্তির পথে। আগামীকাল মন্দিরের শুভ উদ্বোধন ঐদিন লক্ষাধিক মানুষের মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা থাকছে। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নতুন মন্দির তৈরি হয়েছে। মন্দিরটির কারুকার্য ও নির্মাণ নকশা তৈরি করেছেন বিশিষ্ট শিল্পী চন্দন রায়। মন্দির তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে বর্তমান রূপ দিয়েছেন বিশিষ্ট শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোষ। এ প্রসঙ্গে তিনি বলেন সবই মায়ের ইচ্ছা ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতা আমি উপলক্ষ মাত্র। আগামীকাল এই মন্দির প্রতিবেদন করবেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শক্তিপদ মহাপাত্র।

Leave a Reply