Spread the love

শেষ হোল পাঁচদিনের সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৩

রাজকুমার দাস

রবীন্দ্রসদন নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গনেশেষ হোল (১১-১৫ জানুয়ারি ২০২৩)সাহিত্য উৎসব
ও লিটল ম্যাগাজিন মেলার,আয়োজনে পশ্চিম বঙ্গ বাংলা একাডেমি।

১১ জানুযারি ২০২৩ রবীন্দ্রসদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাণে একতারা মুক্তমঞ্চে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা যুগ্মভাবে উদবোধন করবেন কথাকার অমর মিত্র ও কবি দেবদাস আচার্য। ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু,শ্রীজাত, প্রচেত গুপ্ত,সুবোধ সরকার প্রমুখ।এছাড়া আকাদেমির সম্মাননীয় সদস্যগণ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৫৯টি ক্ষুদ্র পত্র-পত্রিকা অংশগ্রহণ করে।

এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্পণ করা হয় আকাদেমি প্রবর্তিত ১৩টি স্মারক সম্মান ।পুরস্কার পেয়েছেন অনিতা-সুনীলকুমার বসু স্মারক সম্মান -নির্মাল্য মুখোপাধ্যায়

আলপনা আচার্য স্মারক সম্মান -শিবাশিস মুখোপাধ্যায়। মনোজমোহন বসু স্মারক সন্মান প্রকাশ দাস,
লীলা রায় স্মারক সম্মান- শৌভিক দে সরকার,

শক্তি চট্টোপাধ্যায় স্মারক সম্মান সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, সুধা বসু স্মারক সম্মান। দেবারতি মিত্র,
শান্তি সাহা স্মারক সম্মান বিপুল দাস, তাপসী বসু স্মারক সন্মান রতন বিশ্বাস,
সুপ্রভা মজুমদার স্মারক সন্মান- সমীরণ দাস,
বিভা চট্টোপাধ্যায় স্মারক সম্মান-জহর সেন মজুমদার, সোমেন চন্দ স্মারক সন্মান সিজার বাগচী , বাংলা আকাদেমি -মধুপর্ণী স্মারক সম্মান বারিদবরণ ঘোষ,
লিটল ম্যাগাজিন সন্মান- বিজ্ঞাপনপর্বপত্রিকা (সম্পাদক রবিন ঘোষ) রক্তমাংস পত্রিকা (সম্পাদক গৌতম ঘোষদস্তিদার)।

এই সাহিত্য উৎসব ও মন মেলা উপলক্ষে ৩৯৬ জন কবি কবিতাপাঠের আসরে অংশগ্রহণ করেন।

১১০ জন গদ্যকার ‘গল্পের জন্মকথা’ বিষয়ক আলোচনায় অংশ নেন।

মেলা চলাকালীন ৭টি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল,এই আলোচনাসভাগুলিতে বিশিষ্ট কবি-সাহিত্যিক-সম্পাদকরা অংশ নেন।.
আলোচনার বিষয়গুলি বই থেকে ছবি, আমাদের মুখোমুখি আমরা, কলমে না কণ্ঠে, নবস্পন্দন,
লিটল ম্যাগাজিনের ঘর গৃহস্থালি, লেখালেখির অন্দরমহলপ্রমুখ।

মেলা চলাকালীন চার দিনে ৮জন নবীন-প্রবীণ বিশিষ্ট গল্পকারের একটি করে গল্প পাঠ করেন ৮ জনবিশিষ্ট বাচিকশিল্পী।

দুই কবি মুখোমুখি শীৰ্ষক কবিদের আলাপচারিতায় ৬জন বিশিষ্ট কবি অংশ নেন।

সব মিলিয়ে এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষ্যে ৫৫০জন কবি-সাহিত্যিক-লেখক
অংশগ্রহণ করেন।

এবারে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৩ উপলক্ষ্যে শীর্ষপংক্তি হয়েছে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন ‘একটু পা চালিয়ে ভাই।

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৩ উপলক্ষ্যে ‘নবস্পন্দন গ্রন্থমালা’ সিরিজে দুজন তরুণ কথাকার সায়ন্তনী ভট্টাচার্য ও দেবপ্রিয়া সরকার এবং দুজন তরুণ কবি সুমন মল্লিক, সুমন ঘোষ-এর লেখা নিয়ে চারাটি এক ফর্মার পুস্তিকা প্রকাশ করা হয়।

এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষ্যে সাহিত্য অকাদেমি, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, রাজ্য পুস্তক পর্ষদ, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, কলকাতা পৌরসংস্থা, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমি, উদ্বোধন, পাবলিশার্স এন্ড বুকসেলার্স দিচ্ছ, শিক্ষাদর্শণ প্রভৃতি কয়েকটি সংস্থার বিশেষ স্টল ছিল।

এই মেলা উপলক্ষ্যে মাইকেল মধুসূদন করার বিশবহুবর্গের প্রাক্কালে তাঁর স্মরণে একটি বিশেষ স্মারকগ্রহ মাইকেল মধুসূদন ফিরে দেখা প্রকাশ করা হয়। সাময়িকপত্র থেকে মধুসূদন দত্ত বিষয়ক লেখাগুলি সংকলন এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সন্দ্বীপ দত্ত মহাশয়।

এই উপলক্ষ্যে মাইকেল মধুসুদন দত্ত-র দ্বিশত জন্মবর্ষের সকালে তাঁর স্মরণে” তিষ্ঠ ক্ষণকাল “শিরোনামে নেশায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।গবেষণা সংকলন ও শিল্পকলার দায়িত্ব পালন করেছেন গদ্যকার শোভন তরফদার।

অন্যান্যবারের মতো এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষ্যে প্রতিদিনই একতারা মুক্তমঞ্চে
সন্ধ্যেবেলায় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আকাদেমির প্রবহমান প্রকাশনা প্রকল্পের বেশ কিছু আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন মঞ্চে। নিমোক্ত বইগুলি হল উন্মোচন হয় যথা

১. বিবেকানন্দ ও সমলীন ভারতবর্ষ দ্বিতীয় খন্ড
২,চন্দ্রা বতী বীরোচিত রামায়ণ
৩. বিভুতিভূষণ বন্দোপাধ্যায় রচনাবলী প্রথম ও দ্বিতীয়খন্ড

৪. চতুরভাষিকঅভিধান।

এই মেলায় পাঠক ও দর্শকের ভিড় ছিল,কেনা বেচা ও হয় যথাযথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *