Spread the love

শেষ দেখা

অন্তরা সরকার

“কোনদিনই দেখা হবে না, ভালো থাকিস সুখের চাদরে “
আহ্নিক আবর্তে মানচিত্র বদল,
সেই তো আবার দেখা, সুবর্ণরেখার ধারে।

স্বভাবটা ঠিক আগের মতো আছে,
নষ্ট চোখে মেকি মুখে হাসি।
শাবল খুঁচিয়ে ছিন্নভিন্ন গহ্বরে
ভাঙা চাঁদে খন্ড খোঁজে চাষি।

ঝঞ্ঝা বাতাসে রুদ্ধ সমুদ্র স্বর,
কিশোরী বেলায় ঝরা বকুলের গন্ধ,
চিকন সবুজে বিন্দু বিন্দু ক্ষরণ
স্বচ্ছ আতসে সত্য মিথ্যা দ্বন্দ্ব।

একলা দুপুরে পথে হল দেরি
দিনান্তে এসে বিকট অট্টহেসে,
“কেমন আছিস? কেমন চলছে তরী?
তরল ছাড়া গাছ কখনো বাঁচে?”

বলতে গিয়েও থমকে গেল স্বর,
সূর্যগ্রহণ আকাশ দেয়াল ছেয়ে,
“খুব ভালো আছি “শীৎকার অন্তরে,
তপ্ত শলাকা দহন তুষের গায়ে।

মোহনায় নদী ক্ষীণ ,শ্লথ গতি,
বিধ্বস্ত রূপটান,জিজিবিষা চেতনায়,
কালের বিধান ঝকঝকে কষ্টিপাথর ,
বন্ধু, “অপরকে ঠকালে নিজেকে ঠকতে হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *