শুভেন্দুর বিরুদ্ধে নির্দেশকারি বিচারকের রিপোর্ট তলব হাইকোর্টের 

পারিজাত মোল্লা

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টে শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা সংক্রান্ত পিটিশনের শুনানি চলে। এদিন কলকাতা হাইকোর্টের তরফে ডায়মন্ডহারবার আদালতের বিচারকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে । ১৪ দিনের মধ্যে ওই রিপোর্ট হাইকোর্টে জমা করতে হবে বলে  নির্দেশ বিচারপতি শুভাশিস দাশগুপ্তের। প্রসঙ্গত, ডায়মন্ডহারবার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এই মামলা ডায়মন্ডহারবার আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের  নির্দেশ ছিল, -‘ হাইকোর্টে বিচারাধীন মামলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না’। তবে ডায়মন্ডহারবার আদালত শুভেন্দু অধিকারীকে লিখিত স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ জারি করে থাকে । এক্ষেত্রে নিম্ন আদালতের মন্তব্য , -‘ কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে, তবে নিম্ন আদালতকে কোনও নির্দেশ জারি করেনি’।বৃহস্পতিবার  বিচারপতি দাশগুপ্তর  এজলাসে এই মামলার নির্দেশ, -‘ কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতের বিচারক কিভাবে এই নির্দেশ জারি করতে পারেন?’ এই বিষয়ে একটি রিপোর্ট তাঁকে কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে তা আগামী ১৪ দিনের মধ্যে। 

Leave a Reply