Spread the love

শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মামলা সরলো ডায়মন্ডহারবার থেকে,

মুকুল বিশ্বাস

প্রকাশ্য জনসভায় ডায়মন্ডহারবারের  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে  চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন  বিজেপি নেতা  শুভেন্দু অধিকারী। এই মন্তব্য ঘিরে   মানহানির মামলা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।এই মামলা টি চলছিল ডায়মন্ডহারবার আদালতে। এই মামলাটির স্থানান্তর চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। অবশেষে হাইকোর্ট  শুভেন্দুর আবেদন মঞ্জুর করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল মামলা সরছে ডায়মন্ড হারবার আদালত থেকে।আদালতের কাছে শুভেন্দুর আবেদন ছিল -‘  অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবারের সাংসদ। তাই ওই আদালতে মামলা চললে বিচার হয়তো নিরপেক্ষ হবে না’। এই দাবি তুলেই সেখান থেকে মামলা স্থানান্তর করা হোক, এমন আর্জি জানিয়েছিলেন বিজেপি বিধায়ক।শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মামলাটি সিটি সিভিল আদালতে স্থানাতরের নির্দেশ দিয়েছেন। গত ২০২১ সালের রাজ্য  বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভায় অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই ডায়মন্ডহারবার মহকুমা আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আবার কলকাতা নগর দায়রা আদালতে একই বিষয়ে আরও একটি মামলা ছিল।শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডায়মন্ডহারবার আদালতের মামলাটি সিটি সিভিল কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *