শুভেচ্ছা বার্তা ও বিজয়া সম্মিলন যুব কংগ্রেসের সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা যুব কংগ্রেসের নবনির্বাচিত জেলা কমিটি সহ অন্যান্য সদস্যদের মধ্যে মঙ্গলবার শুভেচ্ছা বার্তা ও বিজয়া সম্মিলন অনুষ্ঠিত হয় সিউড়ি লাইব্রেরীর রামকৃষ্ণ সভাগৃহে। উল্লেখ্য গত চার মাস আগে অনলাইনে ভোট গ্রহণ পর্ব হয় জেলা যুব কংগ্রেস সভাপতি নির্বাচনের।৩ রা অক্টোবর ফলাফল ঘোষিত হলে ১৯১৩ ভোটের ব্যবধানে শৌভিক সিনহা কে পরাজিত করে নাসিরুল সেখ জেলা যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।আজকের সভায় নতুন যুব সভাপতির সভাপতিত্বে তিনটি মহকুমার সভাপতি, ১৪ জনের জেলা কমিটি এবং ১৯ টি ব্লকের ব্লক সভাপতি নির্বাচিত করা হয়।এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বোস, চঞ্চল চট্টোপাধ্যায়, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী, সাধারণ সম্পাদক রথীন সেন, অভয় ভটচার্জ, উত্তিয় মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তি বর্গ। সভার শেষে লাইব্রেরী থেকে সিউড়ি বড় মসজিদ পর্যন্ত মিছিল করে এবং ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। জেলা যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি নাসিরুল সেখ আজকের অনুষ্ঠান সহ খয়রাসোল, নলহাটি, মুরারই, সিউড়ি এলাকা থেকে ৩০০ জন তৃনমূল ছেড়ে যুব কংগ্রেসে যোগদান করে এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় বলে জানান।