কলকাতা, ২৯ মার্চ, ২০২৫: শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, “এই সময় দীপ্তি ” এক অনন্য মঞ্চ, যেখানে সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের মেলবন্ধন ঘটে। ২০১৪ সালে শুরু হওয়ার পর থেকে এই প্ল্যাটফর্ম বহু তরুণীকে আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের পথ দেখিয়েছে।
এবার প্রথমবারের মতো কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় পৌঁছেছে দীপ্তি ১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রতিভাবান তরুণীদের জন্য আয়োজন করা হয়েছে জেলা-স্তরের অডিশন, যেখানে শিক্ষার্থী, পেশাদার, গৃহিণী ও উদ্যোক্তারা অংশ নিতে পারেন। সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার মিশেলে প্রতিযোগীরা নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছেন।
শহরের বিভিন্ন কলেজে প্রাথমিক নিবন্ধনের পর নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে পারফর্ম করার সুযোগ পান। বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী পিয়ান সরকার, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, এবং কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কলেজছাত্রী, থিয়েটার শিল্পী, সিঙ্গেল মাদার ও দুই সন্তানের মা—প্রত্যেকেই তাঁদের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসেছেন। প্রায় ৩,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে সেরা ২০ জন নির্বাচিত হয়েছেন, যাঁরা ৫ এপ্রিল, কলকাতায় গ্র্যান্ড ফিনালে-তে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয়ীদের জন্য থাকছে হইচই, এসভিএফ মিউজিক বা এসভিএফ ট্যালেন্ট-এ কাজের সুযোগ, যা তাঁদের বিনোদন জগতে প্রবেশের পথ খুলে দেবে।
এইবারের দীপ্তি -র মুখ বাংলার সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। বর্ধমানের ছোট্ট শহর থেকে টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠার তাঁর যাত্রা দীপ্তি -র মূল দর্শনকেই প্রতিফলিত করে। শুভশ্রী শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন, প্রতিযোগীদের মেন্টর হিসেবেও থাকবেন, তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করবেন।
ফাইনালিস্টদের জন্য ৩১শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত কলকাতায় বিশেষ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১০ উষসী সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁরা প্রতিযোগীদের র‍্যাম্পওয়াক, ব্যক্তিত্ব বিকাশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দক্ষতার প্রশিক্ষণ দেবেন।
৫ই এপ্রিল গ্র্যান্ড ফিনালে-তে সেরা ২০ প্রতিযোগী লড়বেন দীপ্তির মুকুট জয়ের জন্য। জেলা-স্তরের প্রসার, অভিজ্ঞ মেন্টরশিপ ও শুভশ্রী গাঙ্গুলির অনুপ্রেরণামূলক উপস্থিতি নিয়ে এই সময় দীপ্তি ২০২৫ সৌন্দর্য প্রতিযোগিতার সংজ্ঞাকেই বদলে দেবে!

Leave a Reply