শুধু তুমি
তহিদ মিদ্যা
তোমার কি মনে পড়ে
সেদিনের সেই স্বপ্ন জড়ানো দিনগুলো?
মনের কোণে ডানা মেলতে চাওয়া
সেই ভাবনাগুলো?
তোমার হাতের প্রথম স্পর্শ
সেই প্রথম নেশাগ্রস্ত হওয়া।
আজও আমি খুঁজিয়া ফিরি
সেই উষ্ণ আলতো ছোঁয়া
তোমার ঠোটের মুচকি হাসি
আমার হৃদয় আকাশে
রামধনুর ছটা।
তোমার ভালবাসার ছোঁয়ায়
আমার আশার দ্বীপ জ্বলে ওঠা ।
তোমার প্রেমের কাঙাল হয়ে
থাকতে চাই গো আমি
আমার হৃদয় জুড়ে
শুধু তুমি …!!!