বেলেঘাটা দেশ বন্ধু গার্লস হাইস্কুল বৃহস্পতিবার সকল ছাত্রীকে শিশুদিবস এর শুভেচ্ছা জ্ঞাপন করে দিনের সূচনা করে।প্রার্থনা সঙ্গীতের পর ” বাণীপাঠ” -তাঁর উক্তি দিয়েই সাজানো ছিল।বিদ্যালয়ের ছাত্রীরা যে চোখ দু’খানি দিয়ে ভুবন দেখতে চায়,সেই চোখ সুস্থ আছে কিনা — তারই পরীক্ষা,ও চশমা প্রদান কর্মসূচি (সম্পূর্ণ বিনামূল্যে) পালিত হল।উল্লেখ্য, সম্মানীয় অভিভাবকগণ-ও এই কর্মসূচি তে সামিল হয়েছিলেন।ছোট্ট শিশুদের রসনা- তৃপ্ত না হলে কি চলে?তাই বিদ্যালয়ের সকল শিক্ষিকা,পরিচালন সমিতির সদস্যদের সহায়তায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের ডিম বিরিয়ানি পরিবেশন চলে টিফিনে।মাননীয় এস.আই মহোদয় এর উপস্থিতিতে শুরু হয় শ্রেণিকক্ষে পাঠ পর্যবেক্ষণ। তাঁর মূল্যবান পরামর্শ ছাত্রীদের আগামী দিনের পাথেয় হয়ে থাকুক।দিনের শেষে বিদ্যালয়ের শিক্ষিকাগণ তাদের আদরের,স্নেহের ছাত্রীদের জন্য আবৃত্তি,গানের কোলাজ সাজিয়ে রেখেছিলেন।সাক্ষী ছিলাম আমরা সবাই।সবশেষে,মাননীয় এস.আই মহোদয় সকল শিক্ষিকাকে লজেনস দিয়ে এবং দিনটি কে স্মরণীয় করে রাখতে ক্যামেরা বন্দি করে বিদায় নিলেন।এভাবেই মেলবন্ধন অটুট থাকুক।