সাহিত্যিক ও বিশিষ্ট কবি হিসাবে ৭৫ বছর পূর্ণ করেছেন উৎপল কুন্ডু। তাঁর জন্মদিনের প্রাক্কালে শিলিগুড়ির কথা ও কবিতা উদ্যোগে আবৃতি আচার্য উৎপল কুন্ডুর একটি বই প্রকাশ হল শিশির মঞ্চে। তাঁর উৎপল যাপন শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক পবিত্র সরকার, পার্থ প্রতীম পান, চন্দন মজুমদার, রজত বন্দোপাধ্যায়, অরুময় চক্রবর্তী সহ বিশিষ্টরা। তাঁর এই বইটিতে ৮১ জন লেখকের কবিতা প্রকাশ হয়েছে।

Leave a Reply