শিয়ালদহ স্টেশনের ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে সমাজসেবী ভোলা সামুই


নিঃসঃ– মহালয়ার দিন শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকার শিশুদের বস্ত্র বিতরণ সহ দুপুরের খাবার দেওয়ার পাশাপাশি স্টেশন চত্বরের ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষদের চুল দাড়ি পরিষ্কার করা হোল রতন ব্যানার্জী রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজসেবী ভোলা সামুই এর উদ্যোগে।এদিন প্রায় তিনশো শিশুদের বস্ত্র বিতরণের পাশাপাশি সত্তর জন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষকে এই সুযোগ পৌঁছে দিল সমাজসেবী ভোলা সামুই। শিশুদের বস্ত্র বিতরণ ছাড়াও প্রতি বুধবার ও শনিবার শিয়ালদহ স্টেশনের ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য আজ প্রায় চব্বিশ বছরের ও বেশি করে আসছেন ভোলাবাবু।তিনি বলেন যে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে মানুষদের সেবা পৌঁছে দেওয়া ছাড়াও দরিদ্র প্রান্তিক শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বই খাতা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply