শিয়ালদহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুই এর প্রয়াস

নিঃসঃ— রতন ব্যানার্জী রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তাঁর মৃত্যুদিনে 1 লা অক্টোবর তাঁর বাসভবনে তাঁর এবং তাঁর পিতা প্রাক্তন বিধায়ক প্রয়াত বিনয় ব্যানার্জীর মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সোসাইটির কর্ণধার সমাজসেবী ভোলা সামুই সহ তীর্থঙ্কর গাঙ্গুলী,ওমপ্রকাশ প্রসাদ, মুন্না শা,প্রবীর রায়,রতন সাহা,দিলীপ চ্যাটার্জী,দেবজিৎ সামুই,শুভজিত সামুই,মহঃ পারভেজ সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে এলাকার 200 জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হোল এবং আগামী মহালয়ার দিন এলাকার শিশুদের বস্ত্র বিতরণ করা হবে বলেও জানান ভোলাবাবু। এছাড়াও সোসাইটির উদ্যোগে প্রতি বুধবার ও শনিবার শিয়ালদহ স্টেশন চত্বরের মানসিক ভারসাম্যহীন মানুষদের চুল দাড়ি পরিস্কার করা সহ তাদের নতুন বস্ত্র পরানো ও খাদ্যের ব্যবস্থা করা হয়। আজ এই অনুষ্ঠানে পথচারীদের সহ অন্যান্য সমস্ত মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হোল। এছাড়াও সোসাইটির পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও ছাত্র ছাত্রীদের মধ্যে বই খাতা বিতরণ করা হয়ে থাকে বলে জানিয়েছেন সোসাইটির কর্ণধার ভোলা সামুই ।

Leave a Reply