মোল্লা জসিমউদ্দিন ,
বুধবার কলকাতা হাইকোর্টে উঠলো শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা । দাখিল মামলায় আপার প্রাইমারি স্তরে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বিরুদ্ধে ।অভিযোগ, বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরও চাকরি না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যের উচ্চ আদালতে দায়ের হয়েছে রিট পিটিশন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় রাজ্য পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন।পুলিশকে মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। এর পাশাপাশি আবেদনকারী পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে নিম্ন আদালত কে। জানা গেছে, স্বাস্থ্যভবনের এক আধিকারিক কীভাবে শিক্ষা দফতরের নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করলেন? তা নিয়েও উঠছে প্রশ্ন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, “চাকরি দেওয়ার নামে এই ধরনের প্রতারণা সমাজের দুর্বল শ্রেণিকে বিপন্ন করে তোলে।”বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে শিক্ষা দফতর বা স্বাস্থ্য দফতরের এখনও অবধি কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।