শিক্ষকদের বদলীতে মন খারাপ পড়ুয়াদের

মনিরুল ইসলাম, কেতুগ্রাম,

প্রায় দেড়মাস পর স্কুল খুললো।তবে স্কুল খোলার আনন্দের মাঝেই বিষাদের সূর এই স্কুলে।পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বেড়ুগ্রাম বান্ধব বিদ্যাপীঠ হাইস্কুলের প্রধান শিক্ষক সহ তিন শিক্ষক বদলী  হয়ে অন্য স্কুলে যাওয়াতে।কান্নায় ভেঙে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা । পড়ুয়ারা জানায় -‘  এই স্কুলে আমরা পড়াশোনা করছি, শিক্ষকদের কাছে  এতটাই ভালোবাসা পেয়েছি, যে  অন্য স্কুলে স্যাররা  চলে যাবেন তাই মন খারাপ’।  প্রধান শিক্ষক জানান -‘ দীর্ঘদিন ধরে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশে ছিলাম, স্কুল কে অনেক উন্নয়ন করেছি আমরা।অন্য স্কুলে চলে গেলেও ছাত্র ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখব যে কোনো সময় আমাকে ফোন করতে পারে যেকোনো বিষয়ে আমি সরাসরি ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলবো ‘। 

Leave a Reply