শাহজাহানের জামিন মামলায় সিবিআইয়ের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠে শাহজাহান সেখের জামিন বিষয়ক মামলা।  রেশন দুর্নীতি মামলায় ইডি  আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় এবার  শাহজাহান সেখের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে সিবিআইকে।মহিলা কমিশনের রিপোর্টের পাশাপাশি আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব তথ্য জমা করার জন্য কয়েকদিন সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই আদালত ৭ দিন সময় দিয়েছে সিবিআইকে।শাহজাহানের আইনজীবী জানিয়েছে, -‘ প্রায় ১৫ মাস ধরে জেলে রয়েছে শাহজাহান। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁকে জামিন দেওয়া হোক’। কিন্তু সিবিআই  এই জামিনের বিরোধীতা করেছে। এদিন।রাজ্যের উচ্চ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, -‘ তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে চায়। এখনও কিছু লোকের সঙ্গে কথা বলবেন’। তারপরেই বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তাঁরা।গত বছরের শুরুর দিকে রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই খোঁজ ছিল না শাহজাহানের। একাধিক কৃষিজমি জবর দখল, মাছের ভেড়ি সহ একাধিক অভিযোগ ওঠে শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পাশাপাশি স্থানীয় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগও ওঠে। পরে রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হন তিনি। রাজ্য পুলিশ তাঁকে তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। মঙ্গলবার আদালতে মামলা উঠলে ৭দিনের সময় দিয়েছে হাইকোর্ট।আগামী ৭ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।

Leave a Reply