গোপাল দেবনাথ,

কলকাতা প্রেস ক্লাবে ‘ওকে ক্যাবস’ এর সাংবাদিক সম্মেলন। ২০২১ এর বিশ্বকর্মা পুজোর শুভদিনে সংস্থার প্রতিষ্ঠাতা ধ্রুবজ্যোতি দাস এবং সংস্থার ডিরেক্টর মিঠুন দাস ঘোষণা করলেন এই বছর থেকেই “ওকে ক্যাবস লড়াইয়ে সেরা- ২১” শারদ সন্মান তুলে দেবেন দুর্গা পূজা কমিটির সেরাদের হাতে। সমাজের বিশিষ্টজনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী অক্টোবর মাসের ২৮ তারিখ কলকাতার এক পাঁচতারা হোটেলে। এ ছাড়াও অনলাইন বুকিংয়ের মাধ্যমে আগামী নভেম্বর মাস থেকে এম্বুলেন্স বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন ওকে ক্যাবস কতৃপক্ষ। এই এম্বুলেন্স পরিষেবা ঠিক কত তারিখ থেকে পাওয়া যাবে সেটাও জানা যাবে আগামী ২৮ অক্টোবরের সাংবাদিক সম্মেলনে। এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ, অভিনেতা প্রদীপ ধর, অভিনেত্রী উষসী রায়, বিশিষ্ট মডেল অর্পিতা বোস, চলচ্চিত্র পরিচালক সুব্রত গুহ রায়, মিমি মাইতি সহ বিশিষ্টজন। ২০১৯ সালে ওকে ক্যাবস এর জন্ম হলেও করোনা কালীন সময়ে এই সংস্থা মানুষের সেবায় নিয়োজিত ছিল বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা ধ্রুবজ্যোতি দাস।

Leave a Reply