শারদীয়ার প্রস্তুতি সভা মেমারিতে
সেখ সামসুদ্দিন,
; শনিবার মেমারি থানা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক সভা করা মেমারি ১ ব্লকের সন্তোষ মঞ্চে। উপস্থিত ছিলেন এসডিপিও আমিনুল ইসলাম খান, বিডিও আলী মহম্মদ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, থানার ওসি সুদীপ্ত মুখার্জী, ফায়ার অফিসার, বিদ্যুৎ দপ্তরের গোবিন্দবাবু সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিক, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাবৃন্দ। এদিন পুজোর পারমিশন, বিদ্যুৎ ও ফায়ার পারমিশনের পদ্ধতিগত বিষয়, আইনগত বিধিনিষেধ, সরকারি চেক পেতে নিয়মাবলী সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। পুজোর কটা দিন সুষ্ঠুভাবে কাঠাতে ও আনন্দমুখর করে তুলতে সকল পুজো কমিটিকে স্বেচ্ছাসেবক হিসাবে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে অনুরোধ করা হয়।