সেখ সামসুদ্দিন, ২৬ জুনঃ মেমারি থানার নিশিরাগড় পটলডাঙায় অপদেবতার পুজোকে কেন্দ্র করে আদিবাসী সমাজে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই ঘটনায় পুজোর সমর্থক একজনকে গ্রামছাড়া হয়ে যেতে হয়। এ বিষয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহল জেলা পারগানা বিজয় চন্দ্র সরেন এসে মীমাংসা করেন। সেখানে পটলডাঙ্গার মাঝি বাবাকে মান্যতা দিয়ে তার নির্দেশ ও শৃঙ্খলা মেনে চলতে হবে সকলকে এবং সেই শর্ত অনুযায়ী গ্রামছাড়া ব্যক্তিকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয়। সেখানে আরো ঘোষণা দেওয়া হয় আদিবাসী সমাজের নির্দিষ্ট দেবতা ছাড়া অন্য কোন দেবতার পুজো করা যাবে না। প্রায় হাজারখানেক আদিবাসী মানুষের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হয়।

Leave a Reply