Spread the love

খায়রুল আনাম,

যে হেতু লাশ পড়েনি তাই বীরভূম জেলায় পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ। আর সেই শান্তিপূর্ণ ভোটে অংশ নিলেন ১২ লক্ষ ৮২ হাজার ৩৮৬ জন পুরুষ ভোটার, ১২ লক্ষ ৫২ হাজার ৯৮৫ জন মহিলা আর ৩৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ১৯০ জন মহিলা-সহ ১৬ হাজার ২৫০ জন ভোটকর্মী ভোটপর্ব সম্পন্ন করলেন। ৪০ কাম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ৩ হাজার ৫০০ জন পুলিশ কর্মী বেশ রয়েবসে ভোটপর্ব সম্পন্ন করলেন। আর ভোটাররা দিব্যি মোটরবাইকে আগুন ধরিয়ে আর ব্যালট বাক্স বুথ থেকে রাস্তায় নিয়ে এসে সফল করলেন ‘খেলা হবে’ শ্লোগান। জেলা পরিষদের ৫২ টি আসনের মধ্যে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের হাতে চলে যাওয়ায় যে ৫১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাতে প্রার্থী রয়েছেন ১৮২ জন। ১৯টি পঞ্চায়েত সমিতির ৪৯০ টি আসনে মোট প্রার্থী ১ হাজার ২৫২ জন। ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের ২ হাজার ৮৫৯ আসনে প্রার্থী ৬ হাজার ৩৬৭ জন। যারমধ্যে বিনা লড়াইয়ে জয় ৮৯১ আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *