খায়রুল আনাম,
বীরভূম : বোলপুর- পালিতপুর সড়কের পাশেই মুলুকে গড়ে উঠছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতাল। গ্রাম এলাকা থেকে ক্রমশই উত্তরণের পথে এই এলাকা এগিয়ে গেলেও, এখনও চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেককেই অসুবিধা এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবা না পাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। সেই খামতি এবং সমস্যা মেটাতেই এখানে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে তোলার ভাবনা বলেই জানান এর উদ্যোক্তা মলয় পীঠ। এখান থেকে যে সব চিকিৎসক, নার্স তৈরী হবেন, তারাও মানব কল্যাণে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন মলয় পীঠ।