খায়রুল আনাম,
বীরভূম : শান্তিনিকেতনের অবনপল্লীতে তালতোড় মৌজায় থাকা প্রয়াত অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত তাঁর বাড়ি হাতফের হয়ে এসেছিলো সেটিও উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের চন্দনকুমার রায় ও প্রীতম নন্দীর হাতে। ১৪ কাঠা ৭ গণ্ডা ওই জমির উপরে “আবাস” নামে যে বাড়িটি ছিলো সেটি ক্রেতারা প্রায় ভেঙে ফেলেছেন। ওই বাড়িটি বিক্রি করেন বর্তমানে উত্তর ২৪ পরগনার সল্টলেক বিধাননগরের বাসিন্দা অরুন্ধতী ঠাকুরের পুত্র অয়নেন্দ্রনাথ ঠাকুর। ২০২৪ সালের এপ্রিলে এই বাড়ি-সহ জমিটি বিক্রি হয়। এখন এই বাড়িটি ভাঙার কাজ অনেকখানি হয়ে যাওয়ার পরে রবীন্দ্রপ্রেমী এবং ঠাকুর পরিবারের সদস্য হিসেবে পরিচিত যারা শান্তিনিকেতনে রয়েছেন, তারা এনিয়ে নিশ্চুপই থেকে যান। কিন্তু যখনই বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে এবং অনেকের মতামত জানতে চাওয়া হয় তখনই প্রচার বুভুক্ষুরা রবীন্দ্রপ্রেমী সেজে গেল গেল রব তুলে বিবৃতির কারবার শুরু করে দিয়েছেন। কিন্তু ব্যক্তি মালিকানাধীন জমি আইনী পথে বিক্রি, হস্তান্তর কী ভাবে ঠেকানো যাবে, যে প্রশ্ন উঠেছে। যার জেরে ভূমি দপ্তর এবং প্রশাসন বিষয়টি নিয়ে খোঁজখবরও শুরু করেছে। কিন্তু বিক্রেতা ও ক্রেতারা এনিয়ে কোনও মন্তব্য করছেন না।