শহর জুড়ে আবার ও ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাতবে সিনে প্রেমীরা

রাজকুমার দাস

শহর জুড়ে আবার ও ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাতবে সিনে প্রেমীরা।শনিবার এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে উৎসবের ঘোষণা করা হয় ,আগামী ১৫থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিনেমার উৎসব।বাঙালীর শহর বাঙালীর কাছে তাই এই উৎসব অনেক বেশী আবেগের ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবছর নেতাজী ইন্ডোর এ উপস্থিত থাকবেনবিগ বি অমিতাভ বচ্চন সাথে জয়া বচ্চন,শাহরুখ খান, থেকে টলিউডের একঝাঁক তারকারা।উদ্বোধনী সিনেমা হিসাবে হৃষিকেশ মুখার্জীর “অভিমান”-দেখানো হবে।নন্দন সহ রবীন্দ্র সদন, শিশির মঞ্চ,বাংলা একাডেমি,নজরুল তীর্থ,রাধা স্টুডিও,ওকাকুরা ভবন,এ সিনেমা দেখতে পাবে দর্শকরা,তাও সম্পূর্ণ বিনামূল্যে।

মিট দা ওয়ার্ল্ড এট দা ওয়ার্ল্ড অব সিনেমা-এই ট্যাগ লাইন এবছরের উৎসবের।সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন উৎসব চেয়ারম্যান রাজ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, রুক্মিণী মৈত্র,জুন মালিয়া,সহ ইন্দ্রনীল সেন,বিরবাহা হাঁসদা, সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

মোট১৭৮টি দেশ বিদেশের সিনেমা দেখানো হবে উৎসবে,থাকছে গোল্ডেন টাইগার সহ ক্যাশ পুরস্কার জেতার লড়াই ,অবশ্যই সেরার সেরা লড়াই,সর্বপরি দর্শকদের ছবি দেখার ভালোবাসা।এই উৎসব এই ভাবে আরও সুন্দর ও সুচারু ভাবে এগিয়ে চলুক এই আশা রইলো।

Leave a Reply