শতাব্দী প্রাচীন রাইপুরের রাস উৎসবে মানুষের ভিড়।
সাধন মন্ডল বাঁকুড়া:-
রাইপুর মধ্যমপাড়ার মুখার্জি পরিবারের রঘুনাথ জিউ মন্দিরে রাস উৎসব এবার ১০৩ বছরের পদার্পণ করল। রাস উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা শান্তনু মুখার্জী, কৌশিক মুখার্জী, অর্ক জিৎ ভট্টাচার্য,রা বলেন বলেন পূর্বপুরুষের প্রতিষ্ঠিত এই মন্দিরে নিত্য পুজো হয় ।শ্যাম রাই ছাড়াও অন্যান্য বিগ্রহ রয়েছে এই মন্দিরে । তিন দিনের রাজ উৎসবকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্তমান সেবাইত শান্তনু মুখার্জি বলেন শুক্রবার রাস উৎসব উপলক্ষে উৎসব কমিটির পক্ষ থেকে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।তিন হাজারেরও বেশি মানুষ সেবা করবেন বলে আশা করা হচ্ছে। ১৩২৯ সালে মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির প্রতিষ্ঠা করেন বরদাময়ী দাসী। প্রথম সেবাইত ছিলেন স্বর্গীয় নলিনীকান্ত মুখোপাধ্যায় । রাস উৎসব ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে দোল ও ঝুলন যাত্রা ধুমধামের সাথে পালন করা হয়।
